আজকের পোস্টে আপনাদের Shaptahik Chakrir Khobor পত্রিকা থেকে বাচাই করে ২ টি প্রতিষ্ঠানের বেশী সংখ্যক জনবল নিয়োগ দেওয়া নিয়ে আজকের এই নিয়োগ পোস্ট করলাম আপনাদের সুবিধার জন্য। চলুন দেখি আজকে Chakrir khobor রে কোন দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রথমে রয়েছে....
এফএইচপি এনজিওতে বিশাল নিয়োগ ২০২২
পদ সংখ্যা- ১৯০ জন।Chakrir khobor বিজ্ঞপ্তির পদ ও যোগ্যতা-
১/জ্যেষ্ঠ কর্মসূচি সংগঠক( S.P.O)পদসংখ্যা- ৭৫জন।
শিক্ষাগত যোগ্যতা -স্নাতক বা সমমান।বয়স সবোর্চ্চ ৩৪ বছর।
বেতন - ১৮২০০ টাকা।
২/ কর্মসূচি সংগঠক (P.O)
পদসংখ্যা- ১১৫ জন।
শিক্ষাগত যোগ্যতা -এইচ এস সি বা সমমান।বয়স সবোর্চ্চ ২০ হতে ৩২ বছর।
বেতন - ১৭০০ টাকা।
নিয়োগপ্রাপ্তদদের ১ মাস ৭দিন প্রশিক্ষণ দিতে হবে।প্রশিক্ষনকালে শুধুমাত্র প্রশিক্ষণ ভাতা হিসাবে ৫০০০ টাকা প্রদান করা হবে। প্রশিক্ষণ শেষে নিয়োগ প্রাপ্ত কর্মীকে বাইসাইকেল/ মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে।
আবেদন পদ্ধতি:-
আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণ জীবন বৃত্তান্তসহ( মোবাইল নাম্বার ও পরিচয় প্রদানকারি ২ জন ব্যাক্তির নাম ও পরিচয়)সহ সহস্তে লিখিত আবেদনপত্র,সদ্য তোলা ২কপি পাসপোর্ট সাইজের ছবি,নাগরিকত্ব সনদ,সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও প্রসংশাপত্রেরর অনুলিপিসহ আগামী ২৪ জুলাই ২০২২ ইং তারিখের মধ্যে বিভাগীয় প্রধান ও মানব সম্পদ উন্নয়ন বিভাগ, সোসাইটি ফর ফ্যামিলি হেপিনেস এন্ড প্রসপারিটি (এফএইচপি),প্রধান কার্যালয়,দাড়িকান্দি,বাজিতপুর কিশোরগন্জ্ঞ অথবা রিয়াজো অফিস-ব্লক এ,রোড ৩,বাড়ি নং ৯, বনশ্রী,রামপুরা,ঢাকা অথবা এনজিওর যেকোন অফিসে কুরিয়ার সার্ভিসে/ ডাক যোগে/ সরাসরি জমা দেওয়া যাবে।
বিঃদ্রঃ ধুমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই।
সূত্রঃ প্রথম আলো (০১/০৭/২০২২ইং)পৃঃচাঃবাঃ-৮
২ নাম্বার বিজ্ঞপ্তি....
আদ্ দ্বীন ওয়েলফেয়ার স্টোরে চাকরি ২০২২
পদসংখ্যা- ১৫০ জন।পদের নাম- সুপাভাইজার।
শিক্ষাগত যোগ্যতা- স্নাতক( এস,এস,সি ও এইচ,এস,সি তে সিজিপিএ সর্বনিম্ন ৩.৫০ এবং অন্যান্য পরিক্ষায় সিজিপিএ ২.৫০ থাকতে হবে)।
অন্যান্য যোগ্যতা- উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইন্সি,সুন্দর হাতের লেখা,সুস্বাস্থ্যের অধিকারি ও কঠুর পরিশ্রমি হতে হবে।বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন পদ্ধতিঃ-
আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক,আদ দ্বীন ওয়েলফেয়ার স্টোর বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র,সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি,নাগরিকত্ব সনদ,জাতীয় পরিচয়পত্র,সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও প্রসংশাপত্রেরর অনুলিপিসহ সত্যায়িত করে আগামী ৩১ জুলাই ২০২২ ইং তারিখ বিকাল ৫ ঘটিকার মধ্যে আদ্ দ্বীন ওয়েলফেয়ার স্টোর, চাচড়া চেকপোস্ট,পুলেরহাট,যশোরে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে /সরাসরি জমা দিতে হবে।
খামের উপরে অবশ্যই পদের নাম থাকতে হবে।ইতিপূর্বে যারা এই চাকরির জন্য পরিক্ষায় অংশগ্রহন করেছেন এবং যারা অধ্যায়নরত আছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই।
মোটরসাইকেল চালানো জানতে হবে।পরিক্ষা স্থান ও সময় মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে।
বিঃদ্রঃ- বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট www.addinwc.org এই ওয়েবসাইট ভিজিট করুন।
যেসব জেলার লোকদের অগ্রাধিকার দেওয়া হবে-
খুলনা ও রংপুর বিভাগের সকল জেলা,ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ি,গোপালগন্জ্ঞ, শরিয়তপুর ও মাদারিপুর জেলা এবং রাজশাহী বিভাগের বগুড়া,সিরাজগঞ্জ, রাজশাহী,পাবনা ও নাটোর জেলার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
সূত্রঃ ইত্তেফাক( ০৫/০৭/২০২২ ইং)পৃষ্টা নং- ৪।
এই রকম আরো ভাল ভাল Chakrir khobor জানতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন।ধন্যবাদ।
বিঃদ্রঃ- লেনদেন করলে দেখে শুনে লেনদেন করবেন। লেনদেনে প্রতারিত হলে ওয়েবসাইট মালিক দায়ি নয়।